কলকাতা পর্যটন
ভারতের বিভিন্ন মানচিত্র

আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট

Asutosh Museum of Indian Art in Bengali

আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট

আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট হল ভারতের প্রাচীন ঐতিহ্যের এক ক্ষুদ্র প্রতিফলন। এই প্রদর্শনশালায় প্রাচীন সুবর্ণ যুগের বিভিন্ন পুরাকীর্তির এক বিরল সংগ্রহ রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর কলকাতায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী ভবনে অবস্থিত, ভারতের আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট-এর নামকরন হয়েছে মহান দূরদর্শী শ্রী আশুতোষ মুখার্জির নামানুসারে।

বাংলার সমৃদ্ধ ঐতিহ্য প্রদর্শন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছাত্র-ছাত্রীদের প্রদর্শনশালা সংক্রান্ত শিক্ষাপ্রদান, এই দ্বৈত উদ্দেশ্য পালন করে আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট। ভারতের এক অন্যতম প্রাচীন প্রদর্শনশালা আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট ১৯৩৭ সালে প্রাধান্যপ্রাপ্ত হয়। এই প্রদর্শনশালার মূল উদ্দেশ্য ছিল প্রাচীন কালের পূর্ব ভারত তথা বাংলার বিভিন্ন শিল্প-নৈপুণ্যের প্রদর্শন।

জনসাধারণের প্রদর্শনের জন্য, পশ্চিমবঙ্গের আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট-এ সাবেককালের প্রাচীন দ্রব্য ও দেওয়াল চিত্র-শিল্পের বিপুল সম্ভার রয়েছে।
বিগতদিনের বিভিন্ন নিদর্শন জনসাধারণকে বাংলার সভ্যতার সাথে আলোকপ্রাপ্ত করে।

* সর্বশেষ সংযোজন : ১৯- শে মার্চ, ২০১৫