| পূর্ব মেদিনীপুর জেলা তথ্য | |
|---|---|
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| ক্রমিক সংখ্যা | 17 |
| জেলা | পশ্চিম মেদিনীপুর |
| জেলা সদর দপ্তর | তমলুক |
| জনসংখ্যা (2011) | 5095875 |
| বৃদ্ধি | 15.36% |
| প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা | 938 |
| সাক্ষরতা | 87.02 |
| আয়তন (বর্গ কিলোমিটার) | 4736 |
| ঘনত্ব (/বর্গ কিলোমিটার) | 923 |
| তালুকসমূহ | ভগবানপুর-৷, ভগবানপুর-৷৷, চাঁদিপুর, কাঁথি-৷, কাঁথি-III, দেশোপ্রান, এগরা-৷, এগরা-II, হলদিয়া, খেজুরি-৷, খেজুরি-II, কোলাঘাট, মহিষাদল, ময়না, নন্দ কুমার, নন্দীগ্রাম-৷, নন্দীগ্রাম-II, পাঁশকুড়া, পটাশপুর-৷, পটাশপুর-II, রামনগর-৷, রামনগর-II, শহীদ মাতঙ্গিনী, সুতাহাটা, তমলুক |
| লোকসভা নির্বাচন ক্ষেত্র | কাঁথি (কোন্টাই), তমলুক, ঘাটাল, মেদিনীপুর |
| বিধানসভা নির্বাচন ক্ষেত্র | তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চাঁদিপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা |
| ভাষা | বাংলা, হিন্দি |
| নদীসমূহ | রূপনারায়ণ, হলদী, কংসাবতী, চাঁদীয়া |
| অক্ষ-দ্রাঘিমাংশ | 21.943046,87.779961 |
| পর্যটন স্থল | রক্ষিত বাটী, দেবী বারঘোভীমা মন্দির, মাতঙ্গিনী শহীদ স্মারক, আর্কিওলোজিক্যাল মিউজিয়াম ইত্যাদি। |
| সরকারি মহাবিদ্যালয়/বিশ্ববিদ্যালয় | বজকূল মিলনী মহাবিদ্যালয়, কলেজ অফ ইঞ্জিনীয়ারিং আ্যন্ড ম্যানেজমেন্ট, এগরা সারদা শশী ভূষণ মহাবিদ্যালয়, হলদিয়া সরকারী মহাবিদ্যালয়, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলোজি, হলদিয়া আইন মহাবিদ্যালয়, খেজুরি মহাবিদ্যালয়, মহারাজা নন্দকুমার মহাবিদ্যালয়, মহিষাদল বালিকা মহাবিদ্যালয়, মহিষাদল রাজ মহাবিদ্যালয়, মূগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়, পাঁশকুড়া বনমালী মহাবিদ্যালয়, প্রভাত কুমার মহাবিদ্যালয়, রামনগর মহাবিদ্যালয়, সীতানন্দা মহাবিদ্যালয়, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়, যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয় ইত্যাদি। |